সামাজিক জরিপের উদ্দেশ্য ও বৈশিষ্ট্যগুলো লিখ।
সামাজিক গবেষণার ক্ষেত্রে জরিপ পদ্ধতির গুরুত্ব আলোচনা কর।
ভূমিকা: কোন কাজ সম্পাদন করার জন্য নিজস্ব কিছু পদ্ধতি থাকে। নিজস্ব পদ্ধতি না থাকলে সঠিকভাবে কাজ করা সম্ভব হবে না। বিজ্ঞানের মতো সামাজিক বিজ্ঞানের কিছু পদ্ধতি আছে। যেসব পদ্ধতিতে কাজ করার জন্য প্রয়োজন বিশেষ জ্ঞান। গবেষণার সামগ্রিক বিষয়াবলি বিশ্লেষণ ও ব্যাখ্যা করার জন্য গবেষক তাত্ত্বিক ও যৌক্তিক পদ্ধতি ব্যবহার করে থাকেন। সমাজের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যাবলি থাকে। বিভিন্ন ধরনের সমস্যাবলি ব্যাখ্যা ও বিশ্লেষণ করার জন্য যেসব পদ্ধতি ব্যবহার করেন তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও ব্যাপক প্রচলিত পদ্ধতি হলো সামাজিক জরিপ।
সামাজিক জরিপের উদ্দেশ্য: সামাজিক জরিপের মাধ্যমে কাজ করার জন্য বিভিন্ন ধরনের উদ্দেশ্যাবলি ঠিক করে রাখেন। তার প্রধান উদ্দেশ্য হলো সমাজের কাঙ্ক্ষিত তথ্য সরবরাহ করা। কাঙ্ক্ষিত তথ্য সরবরাহ করে সমাজের বিভিন্ন ধরনের সামাজিক অবস্থা, সামাজিক আচরণ, বিশ্বাস ও মূল্যবোধের উপর। সামাজিক জরিপ এসব থেকেই মূলত তথ্য সংগ্রহ করে থাকে।
সামাজিক জরিপের উদ্দেশ্যসমূহ হলো:
১. জনমত যাচাইয়ের জন্য তথ্য সংগ্রহ।
২. সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সরবরাহ করা,
৩. বহুবিধ সামাজিক চলকের প্রকৃত সম্পর্ক ব্যাখ্যা করতে তথ্য সরবরাহ করে;
৪. সামাজিক উৎপাদন সম্পর্কে তথ্য সরবরাহ করে।
৫. সমাজের বিভিন্ন ধরনের তথ্যাবলির কারণ উদঘাটন করে।
৬. সামাজিক উৎপাদন ও তাদের বৈশিষ্ট্যাবলি জানার জন্য ও
৭. অনুকল্প তত্ত্ব গঠনে ও যাচাইয়ের ক্ষেত্রে সাহায্য করে।
সামাজিক জরিপের বৈশিষ্ট্য: সামাজিক জরিপের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে যা তাকে অন্যান্য পদ্ধতি থেকে পৃথক করে রেখেছে। নিম্নে জরিপ পদ্ধতির বৈশিষ্ট্য তুলে ধরা হলো।
১. এটি সামাজিক অনুসন্ধানের একটি পদ্ধতি যার দ্বারা নির্দিষ্ট প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত তথ্য সংগ্রহ করে।
২. এটি বিশ্লেষণাধীন বিষয়ের একটি প্রতিনিধিত্বশীল অংশ অথবা সমগ্রক উভয়কেই অনুসন্ধানে সক্ষম।
৩. সামাজিক জরিপ পূর্বানুমান গঠনে তত্ত্ব উন্নয়ন এবং যাচাইয়ের ক্ষেত্র প্রস্তুত করে।
৪. সামাজিক জরিপ বিভিন্ন ঘটনা ব্যক্তির আচরণ ইত্যাদি বিষয়ে ব্যাখ্যামূলক সামাজিক তথ্য সংগ্রহ করে।
৫. সামাজিক জরিপ হলো সামাজিক অনুসন্ধানের একটি পদ্ধতি এবং তথ্য সংগ্রহের কৌশল যা সমাজ গবেষণার একটি অংশ
সামাজিক জরিপের নীতিমালাসমূহ লিখ।
সমাজ গবেষণায় জরিপের গুরুত্ব: বর্তমান আধুনিক যুগে প্রচলিত জটিল সমাজ ব্যবস্থায় জরিপ পদ্ধতির গুরুত্ব ব্যাপকভাবে দেখা যাচ্ছে। সমাজের বিভিন্ন ধরনের সামাজিক অর্থনৈতিক, রাজনৈতিক, সমষ্টিগত জনমত ইত্যাদি ক্ষেত্রে এটি সফল ভূমিকা পালন করে। সামাজিক জরিপের মাধ্যমে এসব বিষয় খুব সহজে ফুটিয়ে তুলতে সহায়তা করে। জরিপ পদ্ধতি নিম্নের বিষয়গুলোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
(১) বাজার গবেষণা: বর্তমানে বাজার গবেষণা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে জানা যায় বাজারের কোন ধরনের চাহিদা বেশি কোন দ্রব্যটি বেশি পরিমাণে লাগে। কোন দ্রব্যের গুণাগুণ মান কি রকম গুণাগুণ কেমন হলে তা জনগণ ভালোভাবে গ্রহণ করবে ইত্যাদি বিষয় জানার জন্য বাজার গবেষণায় জরিপ চালাতে হবে।
(২) জাতীয় নীতি নির্ধারণ: জরিপ পদ্ধতি জাতীয় নীতি নির্ধারণে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর মাধ্যমে আমরা রাষ্ট্রের জনগণের মতামত যাচাই করতে পারি। রাষ্ট্রে জনগণের কী ধরনের নীতির প্রয়োজন, কী ধরনের সুযোগ-সুবিধা দিতে হবে ইত্যাদি বিষয় জানা সম্ভব হবে। সরকারে যেসব নীতি আছে, সরকার যেসব নীতি নির্ধারণ করেছেন তা বাস্তবায়নে জনগণের কতটুকু আস্থা আছে তা এই জরিপ পদ্ধতিতে জানতে পারি।
(৩) উন্নয়ন কর্মসূচি প্রণয়ন: সমাজের উন্নয়ন করার জন্য জরিপ পদ্ধতি ব্যবহার খুবই জরুরি। জরিপের মাধ্যমে একটি সমাজের বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা যায়। এ সব তথ্য থেকে জানা যাবে ঐ সমাজে কোন ধরনের সমস্যা আছে কিনা এবং তা থেকে সমাধানের জন্য বিভিন্ন পন্থা খুঁজা সম্ভব হয়। সমাজের কাজ সঠিকভাবে করার জন্য সমাজের কী ধরনের কর্মসূচি প্রণয়ন করতে হবে ইত্যাদি বিষয়ে জানা যায় এই জরিপের মাধ্যমে।
(৪) সামাজিক পরিকল্পনা: এটি জরিপের পূর্বশর্ত। পরিকল্পনা না করে যদি কেউ কোন জরিপ কাজ করতে চান তাহলে সে সমাজে উন্নয়ন সঠিকভাবে করা যাবে না। পরিকল্পনার মাধ্যমে কাজ করলে সে কাজ খুবই ভালো হয়। এ জন্য জরিপ পদ্ধতি দ্বারা সমাজের বাস্ত ব ক্ষেত্র তুলে ধরার জন্য এই পরিকল্পনা করতে হয়।
(৫) সামাজিক জরিপ: সামাজিক জরিপ সমাজ গবেষণায় ব্যাপক গুরুত্বপূর্ণ। জরিপের মাধ্যমে শিল্প, স্বাস্থ্য, বাসস্থান, পুষ্টি, জনসংখ্যা ইত্যাদি বিষয় জানার জন্য সামাজিক জরিপ অনেক গুরুত্বপূর্ণ। জরিপের মাধ্যমে এসব বিষয়ে বিভিন্ন ধরনের সমস্যা থাকলে তা সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব হয়। তাই সামাজিক জরিপ সমাজ গবেষণায় ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উপসংহার: পরিশেষে বলা যায় যে জরিপ পদ্ধতি সমাজ গবেষণায় এমন একটি অধ্যায় যা দ্বারা সমাজ গবেষণার ক্ষেত্রে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে অন্যতম একটি কৌশল হিসাবে এটাকে আমরা ব্যবহার করতে পারি। যা সমাজ গবেষণায় শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। বর্তমানে এ পদ্ধতিটি সমাজ গবেষণায় য্যবহার করা হচ্ছে এবং এর মাধ্যমে একটি দেশের কিভাবে সার্বিক উন্নয়ন করা যায় তার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব হয়। সুতরাং সার্বিকভাবে বলতে পারি যে, সামাজিক জরিপ সমাজ গবেষণা বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।